প্রত্যাবর্তনের ইচ্ছা নিয়েই ঢাকা ছাড়লেন বিজ্ঞানী বিজন কুমার

২০ সেপ্টেম্বর, ২০২০ ১৪:০৩  
ওয়ার্ক পারমিট জটিলতায় ররিবার সিঙ্গাপুরেই ফিরে গেছেন করোনাভাইরাস শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্রের র‌্যাপিড টেস্টিং কিট উদ্ভাবক দলের প্রধান অণুজীব বিজ্ঞানী ড. বিজন কুমার শীল। সকাল সাড়ে ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার ঢাকা ত্যাগের খবরের সত্যতা নিশ্চিত করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম প্রধান মিন্টু। তিনি জানিয়েছেন, ভিসা জটিলতার কারণে তাকে সিঙ্গাপুরে ফিরে যেতে হয়েছে। তবে যাওয়ার আগে জটিলতার অবসান ঘটলে শিগগিরই আবার বাংলাদেশে ফিরে আসবেন বলেও প্রত্যাশা করেছেন তিনি। প্রসঙ্গত, সিঙ্গাপুরের নাগরিক হওয়ায় ওয়ার্ক পারমিট নিয়েই গণ বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন বিজন কুমার শীল। গত জুলাই মাসে তার পারমিটের মেয়াদ শেষ হয়ে যায়। পরে মেয়াদ বৃদ্ধির আবেদন করেন তিনি। তবে প্রক্রিয়াগত জটিলতায় শেষ পর্যন্ত নবায়ন হয়নি।